Header Ads

Nishwas | নিঃশ্বাস বাংলা মুভি রিভিউ | Full Movie Review | Tasniya Farin | Imtiaz Barshan |


 

***নো স্পয়লার***
রায়হান রাফী তার এই নির্মাণটা দিয়ে বেশকিছু সাহসী পদক্ষেপ নিয়েছেন, সচরাচর বাংলাদেশের কন্টেক্সটে এই জনরার মুভি খুবই কম হয় বলতে গেলে হাতে গুণে দু'একটাও বোধহয় পাওয়া যাবেনা।
ফিল্মটা নিয়ে কিছু বলার আগে আমি রায়হান রাফি সাহেবকে নিয়ে কিছু বলতে চাই, সেটা হলো ইন্ডাস্ট্রিতে এই ভদ্রলোক কিছুটা স্বস্তির বাতাস বইয়ে দিতে পেরেছেন,এখন ওনার নামটাই অনেকটা ব্র্যান্ডের মত হয়ে গিয়েছে যদিও a lot ways yet to pass তারপরও বলবো দারুণ করছেন এই ভদ্রলোক।
মাল্টিস্টারকাস্ট যেমন সামলাচ্ছেন দারুণ তেমনই আবার ইয়াং ব্লাডগুলোকেও দিচ্ছেন দারুণ কিছু ব্রেক। ইন থিয়েটার কিংবা স্ট্রিমিং সাইট কোন জায়গাই বাদ রাখছেন না,স্রেফ হিট মেশিনের মত হিট অফার করছেন প্রত্যেকটা প্রযোজককে।
কেন তিনি এতটা সাক্সেস্ফুল? আমার মনে হয় তিনি গল্পের থেকে গল্পের বলার ভঙ্গীটাকে বেশী গুরুত্ব দেন,খুব সহজ সাধারণ একটা প্রেডিক্টেবল স্টোরিকেও তিনি বেশ ভালোভাবেই রসিয়ে বলতে পারেন,তাই দর্শক হয়তো তার প্রত্যেকটা কাজকে গলধঃকরন করে তৃপ্তির ঢেঁকুর না তুললেও কখনো বলতে পারবেনা,লবণ কম হয়েছে কিংবা ঝাল বেশী ছিলো।
ধন্যবাদ আপনাকে রাফী সাহেব,সাফল্যের ধারা অব্যাহত থাকুক।
*****এখন আসি মেইন ফিল্মে*****
তাসনিয়া ফারিণ-
তার লেডিস এন্ড জেন্টেলম্যান সিরিজের পরে এইটাই বোধহয় সেকেন্ড কন্টেন্ট যেখানে উনি লিড রোল,আমি বলবো ওই সিরিজটার থেকেও মোর চ্যালেঞ্জিং ছিলো এখানে।কারণ এখানে ফারিণ একজন দ্বিধাগ্রস্ত মা,একজন সেবিকা, একজন পথভ্রষ্ট। ক্ষণে ক্ষণে তাকে ভোল,রুপ সব বদলাতে হচ্ছিলো,দারুণ করেছেন এই জায়গাটাতে
এখানে উল্লেখ্য ফিল্মের ৪১-৪২ মিনিটের ভেতরে ফারিণের একটা ওয়াকিং সিকোয়েন্স আছে,ফারিণ যেভাবে হেটেছেন সেটা প্রচন্ড মাত্রায় ডিস্টার্বিং এবং হরিবল লেগেছে আমার কাছে আর এটাই ছিলো সবথেকে সুন্দর জিনিস ফিল্মটার। একজন দুঁদে অভিনেত্রী এভাবেই তার ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলে পর্দায়,কুদোস টু ফারিন
তিনি ১০/১০ পাবেন নিঃসন্দেহে।
সৈয়দ জামান শাওনঃ-
তার ক্যারিয়ার সেরা পারফর্মেন্স এটাই সম্ভবত,বখাটে,টিকটকার আজেবাজে পোলাপান হিসেবে তিনি জাস্ট ফাটিয়ে পারফর্ম করেছেন।
১০/১০
সাফা কবিরঃ-
যতগুলো ইয়াং ব্লাড আছে তার ভেতরে আমার কাছে সাফাকেই অভিনয়ে বেশ দক্ষ মনে হয়,এবং তিনিও মুন্সিয়ানার সাথে,অভিযোগের অবকাশ কম।
০৯/১০
সবশেষে রায়হান রাফীর এই কাজটা দেখার মতই,তবে আমার কাছে মনে হয়েছে জমে ক্ষীর হয়ে যায়নি, তার মেকিংয়ে হয়ত সমস্যা নেই কিন্তু গল্পটাই বোধহয় একটু বেশীই লিনিয়ার, গল্পে একটু ভাঁজ থাকলে জমে ক্ষীর হয়ে যেতো।
সবশেষে বলবো দেখুন,একটা এক্সপেরিমেন্টাল,সুন্দর নির্মাণ।
 
 

 রিভিউটি লিখেছেনঃ Mursalin Hossain Moon

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.