Header Ads

Oru Adaar Love Full Movie Review Bangla | বাংলা ফুল মুভি রিভিউ | Priya Prakash Varrier | Siddique | Anjali Nair


চোখ মেরে ভাইরাল হওয়া এবং সিনেমায় অভিনয় করা এক জিনিস নয়~!
🎬ORU ADAAR LOVE
®⭐
📢স্পয়লার এলার্ট📢
শারীরিক শিক্ষা বইয়ে পড়েছিলাম বয়ঃসন্ধি কাল যখন শুরু হয়। তখন আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন ঘটে। তারমধ্যে অন্যতম একটি পরিবর্তন হলো, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়া। আরো সহজ ভাষায় বললে এই যে, প্রেমে পরা। যেমন স্কুলের বা কলেজ সহপাঠীর প্রেমে পরা, বা আশেপাশের কারো প্রেমে পরা ব্লা ব্লা ব্লা। আবার এমনো কেউ থাকে যে আমার মতো সোজা নব্য আগত ম্যাডামের প্রেমে পরে বা ক্রাশ খেয়ে বসে। অর্থাৎ ১৪-১৯ বছরের সময়টুকুতে আমরা যেহেতু স্কুলেই বা কলেজেই থাকি, সেহেতু আমাদের লাভ স্টোরিগুলির বেশির ভাগ স্কুল বা কলেজ কেন্দ্রীক হয়ে থাকে।
তো, উপরের বর্ণনার মতোই একটি গল্পের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে "ORU ADAAR LOVE"-নামক সিনেমাটি। তবে আমি উপরে শুধু প্রেমের কথাটি উল্লেখ করেছি। কিন্তু এখানে আরো কিছু যোগ হবে। তাহলো স্কুল কলেজ লাইফের বন্ধুত্ব, ক্লাসে শিক্ষকের পিছনে দুষ্টামি, মাঝে মধ্যে কারনে অকারনে ঝগড়াঝাটি ইত্যাদি।
◾কলেজ মাঠের কোনো এক কোনে বন্ধুকে নিয়ে বসে আছেন। এমন সময় দেখলেন প্রবেশ পথ দিয়ে কলেজ ইউনিফর্ম পরিহিত, উসখুস চুলের অধিকারী দেখতে মায়াময় একটা মেয়ে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে কিছুটা আলাবোলা মনে উদাসীন চাহনিতে, চিন্তাশীল পায়ের হাঁটুনিতে এগিয়ে আসছে কলেজের দিকে! আপনি এক নজরে তাকিয়েই রইলেন তার দিকে কিছু সময়! অতপর কিছুটা কাছে আসতেই সীশ বাজিয়ে ইশারার মাধ্যমে নিজের কাছে ডেকে পাঠালেন তাকে। আহা..!
◾দুষ্টুমির চলে এভাবেই শুরু হয়েছিল রোশান এবং প্রিয়ার প্রেমের সম্পর্ক। যা চলে বেশ কিছুদিন, কিন্তু ঘটনাক্রমে একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে রোশানের মোবাইল থেকে ন্যুড সেন্ড করে বসে তার এক বন্ধু! অবশ্য এটা হয়েছিল ভুলবশত। কিন্তু ন্যুড যেহেতু সেন্ড হয়েছে সেহেতু সমস্যা তো একটা হওয়ারই কথা। যার ফলাফল স্বরুপ কলেজের অন্যদের সবার মতো প্রিয়ার মনেও একটা খারাপ ধারনার জন্মহয় রোশান সম্পর্কে! অতএব বিচ্ছেদ ঘটে দুজনের সম্পর্কের।
নেগেটিভ দিকঃ
মালায়ালাম ইন্ডাস্ট্রীতে টিন এইজ তথা স্কুল কলেজের প্রেম ভালবাসা নিয়ে নির্মিত, "ORU ADAAR LOVE"-সিনেমাটি প্রথম বা শেষ সিনেমা নয়। কারন এখন হর হামেশাই টিন এইজ গল্প বেসড সিনেমা মালায়ালাম ইন্ডাস্ট্রীতে নির্মিত হচ্ছে। এবং সেগুলো যথেষ্ট ভালোও করছে। তবে কেন জানি চোখ মেরে ভাইরাল হয়ে, রাতারাতি ন্যাশনাল ক্রাশের স্বীকৃতি লাভ করা প্রিয়া প্রকাশ-সহ, আরো অন্যান্যদের অভিনীত "ORU ADAAR LOVE"- সিনেমাটি একেবারেই খুবই বাজে হয়েছে!
কাহিনিঃ~🤏
কাহিনি খুবই সাধারন মানের হলেই যে সিনেমা খুবই বাজে হতে হবে এমন নয়। কারন মালায়ালাম ইন্ডাস্ট্রির বেশিরভাগ সিনেমার গল্পই হয় খুবই সাধারন মানের। যার ফলাফল স্বরুপ দর্শকের সাথে সহজেই সিনেমার গল্পের একটা কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। কিন্তু "ORU ADAAR LOVE"-সিনেমার পরিচালক মালিয়ালিরদের এই গুণ থেকে বঞ্চিত হয়েছে! যার কারনে সিনেমার প্রতিটি দৃশ্যপট ছিলো ছন্নছাড়া ভাব! সিনেমার কাহিনি এগিয়ে নিয়েছেন অনেকটা অগোছালো ভাবে! যার ফলাফল স্বরুপ সব কিছুতেই ছিল একটা খামখেয়ালীতার স্পষ্ট ছাপ!
অভিনয়ঃ~👎
এক কথায় চরম মাত্রার বাজে অভিনয় করেছে সিনেমার বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী! ডায়লগ ডেলিভারি থেকে এক্সপ্রেশন পর্যন্ত সব কিছুতেই ছিল অপেশাদারিত্ব!
পরিচালনাঃ~👎
সিনেমা মুক্তির আগে অনলাইনে ভাইরাল হওয়া প্রিয়া প্রকাশ চোখ মারার দৃশ্যটির কল্যানে, রীতিমতো বিনা পয়সায় প্রমোশন হয়ে গিয়েছিল "ORU ADAAR LOVE"-সিনেমার। কারনে প্রিয়া প্রকাশের চোখ মারার ধরনটা এতটাই সাবলীল ছিল! অতপর যখন সিনেমা মুক্তি লাভ করে তখন অনবদ্য বাজে পরিচালনার মাধ্যমে, সবার আশায় পানি ঢেলে দেয় সিনেমাটির পরিচালক!
🔰সর্বশেষঃ "ORU ADAAR LOVE"-তেমন কোনো ভালো সিনেমা নয়। আরো সহজ করে বললে এটি পরিচালক ওমর লোলুর পরিচালিত একটি অনবদ্য বাজে সিনেমা। সো, আমি কাউকে সিনেমাটি দেখা বা না-দেখার পরামর্শ দিচ্ছিনা।
____________________________________ কিছু তথ্য👇
🔰বাজেট
💁‍♂️₹৫+/-Cr
💰বক্সঅফিস
💁‍♂️ডোমেস্টিক : No Data
💁‍♂️ওভারসীস : No Data
📟টোটাল : ₹১২+/-Cr
🏆পুরষ্কার
🎖️No Data
🔰আইএমডিবি রেটিং
📶৫.৮+/- {৩,১০০+ভোট}
Happy Watching
🍿
Thanks

রিভিউটি লিখেছেনঃ Mohammad Arfan

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.