Header Ads

Panipat Movie Review Bangla | পানি পথ মুভি রিভিউ বাংলা | Arjun Kapoor | Sanjay Dutt | Kriti Sanon


 

ইতিহাস বিকৃতির অনন্য নজির পানিপথ-সিনেমা!
🎬PANIPAT
®-⭐
📢স্পয়লার মুক্ত📢
◾️অর্জুন কাপুরকে আজকাল অডিয়েন্স লর্ড অর্জুন কাপুর নামে সম্বোধিত করেন! এর কারন তার অভিনীত প্রায় সকল সিনেমায় বক্সঅফিসে ফ্লপ যাচ্ছে। তো বেচারা যখন বিভিন্ন জনরার সিনেমা করেও, নিজের ক্যারিয়ার দাড় করাতে পারছিলনা। তখন সেও চেষ্টা করেছিল দেশপ্রেম বিক্রির! যার ফলাফল স্বরুপ অভিনয় করেন, ইতিহাস বিকৃতির মহানায়ক আশুতোষ গোয়াড়িকরের পরিচালনায় পানিপথ নামক সিনেমাটিতে! যেটার মূল গল্প ছিল তথাকথিত মারাটি {বর্গী} বীর সদাশিব রাও, এবং আফগান জাতির পিতা আহমদ-শাহ আবদালী/দূররানী মধ্যে, পানিপথ প্রান্তরে সংঘটিত হওয়া তৃতীয় পানিপথের যুদ্ধ নিয়ে। কিন্তু আপসোস অর্জুন কাপুর, এবারও ব্যর্থ হয়ে নিজের নামের আগে থাকা, লর্ড উপাধীটির সম্মান অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট হয়।
◾আপনার সামনে অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছে প্রতিপক্ষ। যেগুলোর কোনো সদুত্তর নেই আপনার কাছে! তো, এখন আপনি কি করবেন প্রতিপক্ষের হাতে পরাজয় বরণ করবেন? যদি অতন্ত সহজ-সরল হয়ে থাকেন তবে আপনি পরাজয় মেনে নিবেন। কিন্তু যদি আশুতোষ গোয়াড়িকরের মতো বুদ্ধিমান জ্ঞাণপাপী হয়ে থাকেন, তবে আপনি কি করবেন আমি বলছি।
◾প্রতিপক্ষের সমস্ত প্রশ্ন একপাশে রেখে। কথার মারপেঁচে আপনি নিজে থেকেই নিজের জন্য একটা প্রশ্ন তৈরি করে ফেলবেন। অতপর সময়ের মারপেঁচে ধীরে সুস্থে প্রতিপক্ষের করা প্রশ্নগুলিকে ডাউনগ্রেড করে, নিজের তৈরি করা প্রশ্নটি সবার সামনে এমন ভাবে নিয়ে আসবেন। যাতে প্রতিপক্ষের সবার মনে হবে আরে এটাতো আমাদেরই করা প্রশ্ন! কিন্তু আদতে একমাত্র আপনিই জানেন যে এটা আপনারই তৈরি প্রশ্ন। অতএব এবার নিজের তৈরি করা প্রশ্নের উত্তর নিজের যেমন ইচ্ছে তেমন করে দিবেন! কিন্তু প্রতিপক্ষের কেউ বুঝতেই পারবেন। যে, আপনি তাদের প্রশ্ন এড়িয়ে, নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সবাইকে ঠান্ডা করে দিয়েছেন।
◾তো, পানিপথ সিনেমাটিতে, পরিচালক আশুতোষ গোয়াড়িক। মূলত আমার প্রশ্নের লজিকে প্রশ্নের স্থানে কাহিনি তৈরি করে তার মাঝে, মাঝে ফাঁকা স্থান রেখেছিল। যাতে করে বিকৃত ইতিহাসগুলি উক্ত ফাঁকা স্থানে বসিয়ে। নিজের মতো করে একটা সিনেমা বানিয়ে নেওয়া যায়। যার ফলাফল স্বরুপ তিনি আহমদ-শাহ আবদালীকে ভয়ানক দ্যসু, লুটেরা শাষক এবং হিঃস্র রক্তপিপাসু যুদ্ধা হিসেবে উপস্থাপন করেছে। আবার অন্যদিকে
"খোকা ঘুমালো পাড়া জুড়ালো...
বর্গী এলো দেশে..।
বুলবুলিতে ধান খেয়েছে...
খাজনা দিবো কীসে..?
খ্যাত মারাটিদের বীর-বাহাদুর হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালিয়েছে।
এখন প্রশ্ন করতে পারেন অপচেষ্টা কেন বলছি!
◾কারন জ্ঞাণপাপী আশুতোষ গোয়াড়িকর এতো মাত্রতিরিক্ত চালাকি করে। অতিরঞ্জিত দেশপ্রেমের গল্পে পানিপথ সিনেমাটি তৈরি করেও, বক্স অফিসে ভালো ফলাফল পেতে ব্যার্থ হয়েছে! ব্যার্থ হওয়ার অবশ্য একটা ভিন্ন ফ্যাক্টর রয়েছে। যার কারনে হিউজ বাজেটে নির্মিত পানিপথ হিউজ পরিমান পানিতে ডুবে গিয়েছে।
🔰সর্বশেষঃ পানিপথ সিনেমাটি নির্মানে আশুতোষ গোয়াড়িকর, ইতিহাস বিকৃতির সকল স্তর অতিক্রম করেছেন! তবে তিনি একটা বিষয়ে সামান্য ভুল করেছেন, তা হলো সদশিব রাওয়ের পরাজয়। এবং শেষমেষ আহমদ-শাহ আবদালীর বাহিনির হাতে রাওয়ের নিহতের ঘটনাটি দেখানো। পরিচালক আশুতোষ গোয়াড়িকর যদি উক্ত ঘটনার স্থানে, সামান্য রদবদল গঠিয়ে। আবদালীর পরাজয়, এবং মারাটি বাহিনীর রক্তমাখা বিজয়ের দৃশ্যপট দেখাতো। তবে আমি নিশ্চিত করে বলছি যে, পানিপথ সিনেমাটি বক্সঅফিসে রাজত্ব করতো। ওভারঅল পানিপথ একটি ক্লাসলেস সিনেমা। সো কেউ যদি না-দেখে থাকেন। তবে কখনো দেখে নিজের জীবনের মূলবান সময় নষ্ট করবেন না।
____________________________________ কিছু তথ্য👇
🔰বাজেট
💁‍♂️₹৮০+/-Cr
💰বক্সঅফিস
💁‍♂️ডোমেস্টিক : ₹৪০+/-Cr
💁‍♂️ওভারসীস : ₹৯+/-Cr
📟টোটাল : ₹৪৯+/-Cr
🏆পুরষ্কার
🎖️No Data
🔰আইএমডিবি রেটিং
📶৫.৪+/- {৫,৪১৮+ভোট}
Un-happy Watching
🍿

রিভিউটি লিখেছেনঃ Mohammad Arfan
 
 
মুভি ট্রেইলারঃ

 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.