Header Ads

The Bad Kids | দ্যা ব্যাড কিডস | Bangla Review | Jingchun Wang | Zishan Rong | Lin Liu | Hao Qin

 

*নো স্পয়লার *
"𝘈 𝘊𝘩𝘪𝘭𝘥 𝘐𝘴 𝘛𝘩𝘦 𝘉𝘦𝘴𝘵 𝘒𝘦𝘦𝘱𝘦𝘳 𝘖𝘧 𝘚𝘦𝘤𝘳𝘦𝘵𝘴"
আজ যেই চাইনিজ ড্রামা নিয়ে লিখছি সেটি আমাদের দেশের এশিয়ান ড্রামা লাভারদের কাছে আনকমন হলেও এশিয়ায় বিভিন্ন দেশে এটি অনেক প্রশংসা অর্জন করেছে। ইতিমধ্যেই Busan International Film Festival এ Best Creative, Best Asian Drama, Newcomer Actor, Newcomer Actress, Technical Achievement Award মোট ৫ টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে। এর মধ্যে Best Creative এবং (Rong ji shan) Newcomer Actor ক্যাটাগরিতে এওয়ার্ড জিতেছে।
♦️𝗗𝗿𝗮𝗺𝗮 𝗡𝗮𝗺𝗲 : 𝖳𝗁𝖾 𝖡𝖺𝖽 𝖪𝗂𝖽𝗌
♦️𝗚𝗲𝗻𝗿𝗲𝘀 : 𝖲𝗎𝗌𝗉𝖾𝗇𝗌𝖾, 𝖯𝗌𝗒𝖼𝗁𝗈𝗅𝗈𝗀𝗂𝖼𝖺𝗅, 𝖢𝗋𝗂𝗆𝖾, 𝖳𝗁𝗋𝗂𝗅𝗅𝖾𝗋, 𝖬𝗒𝗌𝗍𝖾𝗋𝗒
♦️𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 : 12
♦️𝗜𝗠𝗗𝗯 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴 : 8.2/10
♦️𝗠𝗗𝗟 𝗥𝗮𝘁𝗶𝗻𝗴 : 8.8/10
♦️𝘿𝙪𝙧𝙖𝙩𝙞𝗼𝗻 : 30𝗆𝗂𝗇. - 1𝗁𝗋.
♦️𝗖𝗮𝘀𝘁 :
𝖰𝗂𝗇 𝖧𝖺𝗈 𝖺𝗌 𝖹𝗁𝖺𝗇𝗀 𝖣𝗈𝗌𝗁𝖾𝗇𝗀👨‍🏫
𝖶𝖺𝗇𝗀 𝖩𝗂𝗇𝗀 𝖺𝗌 𝖢𝗁𝖾𝗇 𝖦𝗎𝖺𝗇𝗌𝗁𝖾𝗇𝗀👮‍♂️
𝖱𝗈𝗇𝗀 𝖹𝗂 𝖲𝗁𝖺𝗇 𝖺𝗌 𝖹𝗁𝗎 𝖢𝗁𝖺𝗈𝗒𝖺𝗇𝗀👦
𝖲𝗁𝗂 𝗉𝖾𝗇𝗀 𝖸𝗎𝖺𝗇 𝖺𝗌 𝖸𝖺𝗇 𝖫𝗂𝖺𝗇𝗀👦
𝖶𝖺𝗇𝗀 𝖲𝗁𝖾𝗇𝗀 𝖣𝗂 𝖺𝗌 𝖷𝗂𝖺 𝖸𝗎𝖾𝗓𝖾𝗇𝗀🧒
♦️𝗔𝘃𝗮𝗶𝗹𝗮𝗯𝗹𝗲 𝗼𝗻 : 𝗂𝖰𝖨𝖸𝖨 𝖺𝗉𝗉 (𝗐𝗂𝗍𝗁 𝗌𝗎𝖻)
♦️𝗥𝗲𝗹𝗲𝗮𝘀𝗲 𝗱𝗮𝘁𝗲 : 𝖩𝗎𝗇𝖾 16-25, 2020
~adapted from Zi Jinchen's 2014 novel, Bad Kid (坏小孩)
♦️𝗗𝗿𝗮𝗺𝗮 𝗖𝗵𝗮𝗿𝗮𝗰𝘁𝗲𝗿𝘀 :
এই ড্রামার অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র আছে। এর মধ্যে ৫ জনকে নিয়ে না লিখলেই নয়।
👨‍🏫𝖹𝗁𝖺𝗇𝗀 𝖣𝗈𝗌𝗁𝖾𝗇𝗀 : একজন গণিত টিচার। তিনি বিবাহিত এবং স্ত্রীকে অনেক ভালোবাসেন। কিন্তু তার স্ত্রী তাকে ডিভোর্স দিতে চায়। তার শশুর-শাশুড়ি তাদের মেয়েকে ডিভোর্সের ব্যাপারে সাপোর্ট করছে। কিন্তু 𝖹𝗁𝖺𝗇𝗀 𝖣𝗈𝗌𝗁𝖾𝗇𝗀 যেকোনো ভাবেই হোক না কেন বিয়েটা টিকিয়ে রাখতে চায়।
👦𝖹𝗁𝗎 𝖢𝗁𝖺𝗈𝗒𝖺𝗇𝗀 : একজন মেধাবী ছাত্র। বয়স ১২-১৩ বছর। ক্লাসে সে প্রতিবারই প্রথম হয়। ছেলেটা মায়ের সাথে থাকে। বাবার আরেকটি পরিবার আছে।
👦𝖸𝖺𝗇 𝖫𝗂𝖺𝗇𝗀 + 🧒𝖷𝗂𝖺 𝖸𝗎𝖾𝗓𝖾𝗇𝗀 : এই দুজন ছেলে-মেয়ে একটি এতিমখানায় থাকে। ছেলেটির মা নেই বাবা rehab এ। আর মেয়েটির মা-বাবা কেউ নেই ছোট একটা ভাই ছিল। তাকে এক পরিবার adopt করেছে।
👮‍♂️𝖢𝗁𝖾𝗇 𝖦𝗎𝖺𝗇𝗌𝗁𝖾𝗇𝗀 : একজন সৎ পুলিশ অফিসার। কিছুদিন পরই তিনি রিটায়ার্ড করবেন। তিনি 𝖸𝖺𝗇 𝖫𝗂𝖺𝗇𝗀 কে চেনে। 𝖸𝖺𝗇 𝖫𝗂𝖺𝗇𝗀 এর বাবার কেস তিনিই হ্যান্ডেল করেছিলেন।
♦️𝗣𝗹𝗼𝘁 :
তিন জন বাচ্চা যারা নিজেদের অজান্তে পাহাড়ে হাইকিং করার সময় একটি খুনের ভিডিও করে ফেলে। তারা পুলিশকে না জনিয়ে খুনিকে Blackmail করা শুরু করে। যেটা তাদের নিজ নিজ ভবিষ্যতে অনেক প্রভাব ফেলে।
আমি প্লট নিয়ে এর থেকে বেশি কিছু বলছি না। কারণ যারা দেখবেন তাদের মজা নষ্ট করতে চাই না। ১২ টা এপিসোডে অনেক টুইস্ট রয়েছে। 😺
♦️𝙁𝙖𝙫 𝘿𝙞𝙖𝙡𝙤𝙜𝙪𝙚 :
𝑌𝑜𝑢 ℎ𝑎𝑣𝑒 𝑎𝑙𝑟𝑒𝑎𝑑𝑦 𝑟𝑢𝑖𝑛 𝑚𝑦 𝑙𝑖𝑓𝑒. 𝐷𝑜 𝑦𝑜𝑢 𝑡ℎ𝑖𝑛𝑘 𝑖 𝑠𝑡𝑖𝑙𝑙 𝑐𝑎𝑟𝑒 𝑖𝑓 𝑦𝑜𝑢 𝑐𝑎𝑙𝑙 𝑡ℎ𝑒 𝑝𝑜𝑙𝑖𝑐𝑒?
-𝖹𝗁𝖺𝗇𝗀 𝖣𝗈𝗌𝗁𝖾𝗇𝗀
𝑆𝑜, 𝑤ℎ𝑖𝑐ℎ 𝑣𝑒𝑟𝑠𝑖𝑜𝑛 𝑦𝑜𝑢 𝑤𝑎𝑛𝑡 𝑡𝑜 𝑏𝑒𝑙𝑖𝑣𝑒?
-𝖹𝗁𝖺𝗇𝗀 𝖣𝗈𝗌𝗁𝖾𝗇𝗀
♦️𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗢𝗽𝗶𝗻𝗶𝗼𝗻 :
🔷এ বছর যতগুলো এশিয়ান ড্রামা দেখেছি সেগুলোর মধ্যে এটি পছন্দের তালিকায় অন্যতম।😻
🔷সবার অভিনয় অনেক অনেক ভালো ছিল। ৩ টা বাচ্চা কি অভিনয়টাই না করলো! ওদের অভিনয় আমাকে অবাক করেছে।😺
🔷এপিসোডের শুরুতে টুইস্ট আবার শেষেও টুইস্ট ছিল। এটা আমার ভালো লেগেছে অনেক। টুইস্ট দিয়ে এপিসোড গুলো শেষ করার কারণে এপিসোড গুলোর সময় এক রকম ছিল না কোনোটা ৩০-৪০ মিনিট আবার কোনোটা ৫০-৬০ মিনিটের।
🔷 একটা মিথ্যা ঢাকতে যেমন অনেক মিথ্যা বলতে হয় তেমনি একটা অপরাধ করলে সেই অপরাধ লুকানোর জন্য অন্য অপরাধে জরিয়ে যায় মানুষ। ড্রামা দেখে সেটা ভালোমতোই উপলব্ধি করতে পেরেছি।
🔷 অন্য ক্রাইম-থ্রিলার ড্রামা/সিরিজের মতো নাটকীয় না করে ড্রামাটা খুবই রিয়েলিস্টিক ভাবে বানানো হয়েছে। এই বিষয়টা আমাকে মুগ্ধ করেছে।
🔷 ড্রামাটা অনেক ডিটেইলসে বানানো হলেও এমন এমন hidden জিনিস আছে যেটা অনেকেই ধরতে পারবেন না।
🔸O͟p͟e͟n͟i͟n͟g͟ I͟n͟t͟r͟o͟:
Opening intro আমার অনেক ভালো লেগেছে। খুবই ইন্টারেস্টিং ছিল। ড্রামায় ইন্টারেস্ট আরো বাড়িয়ে দিবে এটা যে কারো। Netflix এর Dark সিরিজের intro এর পর এই প্রথম আমার কোন intro এতো ভালো লাগলো। 😻
🔸O͟S͟T͟:
Ost গুলো অনেক অন্য রকম ছিল। শুনতে খুব ভালো লাগছিল। শেষ এপিসোডের Ost টা আমার অনেক বেশি ভালো লেগেছে।
🔸S͟o͟m͟e͟ I͟n͟s͟t͟r͟u͟c͟t͟i͟o͟n͟s͟ :
🔹ড্রামাটায় 𝖧𝗂𝖽𝖽𝖾𝗇 কিছু ব্যাপার আছে যেগুলো অনেকেই ধরতে পারবেন না। সাধারণ দেখালেও ড্রামাটা ডিপ। এন্ডিং আপনার উপর নির্ভর করবে আপনি কি বুঝেছেন ! তাই বলবো 𝖸𝗈𝗎𝖳𝗎𝖻𝖾 এ ড্রামার 𝖧𝗂𝖽𝖽𝖾𝗇 𝖳𝗁𝗂𝗇𝗀𝗌, ড্রামা দেখা শেষে দেখে নিতে পারেন চাইলে।
🔹প্রতি এপিসোড শেষে একটু চেক করে নিবেন যে শেষ দিকে কোনো ক্লিপ দিলো কিনা।
ড্রামাটা চাইনিজ Light On Series এর অন্তর্ভুক্ত। এ বছরের এশিয়ায় বেস্ট ড্রামা গুলোর মধ্যে অন্যতম এই ড্রামা। তাই বলবো ড্রামাটা সবাইকে দেখতে।
ᵗʰᵉ ᵗʳᵘᵗʰ ᵒᶠ ˡⁱᶠᵉ ⁱˢ ᵇᵉʸᵒⁿᵈ ʸᵒᵘʳ ⁱᵐᵃᵍⁱⁿᵃᵗⁱᵒⁿ.
ⁱⁿ ʰⁱᵈᵈᵉⁿ ᶜᵒʳⁿᵉʳˢ, ʸᵒᵘ'ˡˡ ˢᵉᵉ ᵗʰᵉⁱʳ ʳᵉᵃˡⁱˢᵗⁱᶜ ˢᵗᵒʳⁱᵉˢ.


রিভিউটি লিখেছেনঃ Nusrat Jahan Nisha

 

 সিরিজ ট্রেইলারঃ



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.