Header Ads

The Best of You in My Mind | Quan shi jie zui hao de ni | Series Review in Bangla | Ze Chen | Xinyu Guo | Chung-Lin Li

 

*নো স্পয়লার*
এতো সুন্দর একটা ড্রামা দেখলাম😇 রিভিউ না লিখে পারলাম না। অনেকদিন পর Student life নিয়ে রিফ্রেশিং ড্রামা দেখলাম। ১৬ ঘন্টার মধ্যে নাটকটা দেখে শেষ করি। এই ড্রামার ঘোর কাটছে না।❤️
♦️𝘿𝙖𝙧𝙖𝙢𝙖 𝙣𝙖𝙢𝙚: The Best Of You In My Mind
♦️𝙂𝙚𝙣𝙧𝙚𝙨 : Comedy, Romance, Youth, Sports
♦️𝙀𝙥𝙞𝙨𝙤𝙙𝙚𝙨 : 24
♦️𝙈𝘿𝙇 𝙧𝙖𝙩𝙞𝙣𝙜 : 8.1
♦️𝘾𝙖𝙨𝙩 : Gala Zhang, Ireine Song
♦️𝘼𝙫𝙖𝙞𝙡𝙖𝙗𝙡𝙚 𝙤𝙣 : YouTube (with eng sub)
♦️𝙔𝙚𝙖𝙧 : April, 2020
♦️𝙥𝙡𝙤𝙩:
কাহিনির শুরু স্কুল লাইফ দিয়ে। ছোট বেলার দুই বন্ধু একই স্কুলে একই ক্লাসে পড়ে। তাদের যেমন গলায় গলায় ভাব তেমন আবার তাদের মধ্যে ঝগড়াঝাটি-মারামারিও হয় অনেক বেশি।
এক কারণে তাদের মধ্যে একসময় দুরত্ব তৈরি হয়, যোগাযোগ বন্ধ হয়ে যায়। একসময় একই ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়। মেয়েটা veterinary medicine ডিপার্টমেন্ট ও ছেলেটা national defense student হিসেবে ভর্তি হয়।
ছেলেটার স্বপ্ন ন্যাশনাল Archery টিমে খেলার। কিন্তু তার Confidence খুব কম।
মেয়েটা তার মায়ের মতো ডাক্তার হতে চায় আর ফ্যামেলির সাথে একসাথে থাকার স্বপ্ন তার। কারণ ছোট বেলা থেকেই তার মা তাদের সাথে থাকে না। ছোট ভাই আর সে তার বাবার কাছেই বড় হয়েছে।
এভাবেই প্রথম ২ এপিসোডের কাহিনীর শুরু। তাদের স্বপ্ন কি তারা পূরণ করে পেরেছে শেষ পর্যন্ত? কিভাবে হলো এই প্রেমের শুরু?
𝙁𝙖𝙫 𝘿𝙞𝙖𝙡𝙤𝙜𝙪𝙚 :
𝑊𝑒 𝑢𝑠𝑒𝑑 𝑡𝑜 ℎ𝑎𝑣𝑒 𝑙𝑎𝑢𝑔ℎ𝑡𝑒𝑟 𝑎𝑛𝑑 𝑡𝑒𝑎𝑟𝑠. 𝑊𝑒 ℎ𝑎𝑑 𝑒𝑥𝑝𝑒𝑐𝑡𝑎𝑡𝑖𝑜𝑛𝑠 𝑎𝑛𝑑 𝑑𝑖𝑠𝑎𝑝𝑝𝑜𝑖𝑛𝑡𝑚𝑒𝑛𝑡. 𝑊𝑒 𝑔𝑎𝑡ℎ𝑒𝑟𝑒𝑑 𝑎𝑛𝑑 𝑤𝑒 𝑝𝑎𝑟𝑡𝑒𝑑. 𝐵𝑢𝑡 𝑤𝑒 𝑛𝑒𝑣𝑒𝑟 𝑓𝑜𝑟𝑔𝑒𝑡 𝑜𝑢𝑟 𝑟𝑒𝑠𝑜𝑙𝑢𝑡𝑖𝑜𝑛, 𝑛𝑜 𝑚𝑎𝑡𝑡𝑒𝑟 𝑤ℎ𝑎𝑡 𝑑𝑖𝑓𝑓𝑖𝑐𝑢𝑙𝑡𝑖𝑒𝑠 𝑤𝑒 𝑓𝑎𝑐𝑒𝑑.𝑇ℎ𝑎𝑡'𝑠 ℎ𝑜𝑤 𝑦𝑜𝑢𝑡ℎ 𝑖𝑠 𝑠𝑢𝑝𝑝𝑜𝑠𝑒𝑑 𝑡𝑜 𝑏𝑒.
-𝐿𝑖𝑛 𝑋𝑖 𝐶ℎ𝑖
𝐼 𝑡ℎ𝑖𝑛𝑘 𝑙𝑖𝑓𝑒 𝑖𝑠 𝑙𝑖𝑘𝑒 𝑎𝑟𝑐ℎ𝑒𝑟𝑦. 𝐴 𝑟𝑒𝑙𝑒𝑎𝑠𝑒𝑑 𝑎𝑟𝑟𝑜𝑤 𝑤𝑜𝑛'𝑡 𝑟𝑒𝑡𝑢𝑟𝑛. 𝑆𝑜 𝑤𝑒 𝑛𝑒𝑒𝑑 𝑡𝑜 𝑤𝑜𝑟𝑘 ℎ𝑎𝑟𝑑 ,𝑠𝑡𝑟𝑖𝑣𝑒 𝑎𝑛𝑑 𝑏𝑒𝑐𝑜𝑚𝑒 𝑡ℎ𝑒 𝑏𝑒𝑠𝑡 𝑜𝑓 𝑜𝑢𝑟𝑠𝑒𝑙𝑣𝑒𝑠.
-𝐿𝑖𝑛 𝑋𝑖 𝐶ℎ𝑖
এই ২টা ডায়লগ আমার অনেক পছন্দ হয়েছে। এছাড়া আরো কিছু সুইট ডায়লগ ছিল সেগুলো অনেক পছন্দের। বিশেষ করে শেষ এপিসোডের শেষের দিকের কিছু ডায়লগ ড্রামাটার এন্ডিংটাকে অনেক সুন্দর করেছে। স্পয়লার হয়ে যাবে তাই দিলাম না।😸
♦️𝗣𝗲𝗿𝘀𝗼𝗻𝗮𝗹 𝗼𝗽𝗶𝗻𝗶𝗼𝗻 :
N͟e͟g͟a͟t͟i͟v͟e͟ :
🔶এই ড্রামায় আমি নেগেটিভ দিক পাইনি,তবে ডিরেক্টর অনেক সুন্দর সুন্দর কিছু সিন কাট করে দিয়েছে তাই মন খারাপ হয়েছে কিছুটা ।🥺
P͟o͟s͟i͟t͟i͟v͟e͟ :
🔶 ড্রামাটায় শুধু Campus romance দেখানো হয় নি। ড্রামাটায় বন্ধুত্ব, বাবা-মায়ের প্রতি ছেলে-মেয়ের ভালোবাসা, ছেলে-মেয়ের জন্য বাবা-মায়ের ভালোবাসা-ত্যাগ, ভাই-বোনের খুনসুটি-ভালোবাসা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে।
🔶ড্রামাটার প্রথম এপিসোড দেখেই ভালো লেগে যাবে,ইন্টারেস্টিং লাগবে।
🔶দুজনের মারামারি সবথেকে মজার ছিল। চুল টানাটানি থেকে শুরু করে নায়কের কাঁধে উঠে নায়ককে মাইর দেওয়া, সবকিছু ছিল অনেক ফানি।😹
🔶পাঞ্জা লড়াই এ দুজনের মধ্যে যে হেরে যেত তাকে ডেয়ার দেওয়া হত আর যেকোনো ভাবেই হোক ওই ডেয়ার পূরণ করতে হবে।😹 এসব ডেয়ার দিয়ে একজন আরেক জনকে বিপদে ফেলতো, এগুলো দেখে অনেক হাসি পেয়েছিলো।
🔶স্টুডেন্ট লাইফের নানা রকম
বাধা-বিপত্তি ভালোভাবে দেখানো হয়েছে ড্রামায়। ইউনিভার্সিটিতে ওঠার আগ পর্যন্ত সকলেরই মনে হয় এই লাইফটা অনেক মজার। কিন্তু সবার জন্য এইসময় সুখের হয় না, বাস্তবতার মুখোমুখি হতে হয় এই সময়ে এসে।
🔶 নায়ক-নায়িকার Chemistry ছিলো অসাধারণ। এতো কিউট-সুইট কাপল, made for each other লেগেছে আমার কাছে।😇
🔶নায়কের jealousy খুব এনজয় করেছি😹। ভাইরে ভাই কি রাগ তার।
🔶সবার অভিনয় অনেক সুন্দর ছিল। মেইন কাপল ছাড়া বাকি ২ কাপলের Chemistry ও খুব সুন্দর ছিল।
🔶এই ড্রামার নায়িকার আমি অনগোয়িং সহ তিনটা ড্রামা দেখেছি। এই কাপলটাই আমার সবথেকে ভালো লেগেছে। Adorable একটা কাপল। দুজনে যেন আরো একটি ড্রামা করে সেই আশা করছি।
🔶ইদানিং বেশ কিছু ড্রামায় অতিরিক্ত রোমান্স দেখানো হয় যা খুবই আনরিয়েলিস্টিক লাগে। এই ড্রামাটা আমার খুবই রিয়েলিস্টিক লেগেছে। কমিডি বলুন কিংবা রোমান্স সবকিছু ছিল ঠিকমতো।
🔶ড্রামার কিছু সিন দেখে ইমোশনাল হয়েছিলাম। বাবা-মেয়ে,মা-মেয়ে, ভাই-বোনের কিছু সিন দেখে।
🔶 Sports genre আমার খুব পছন্দের। এছাড়া Archery গেমটা আমার ভালো লাগে, মাঝে মাঝেই এই গেমটা মোবাইলে খেলি। ড্রামায় Archery competition গুলো ভালো লেগেছে অনেক। এছাড়া শট গুলো অনেক সুন্দর ছিল।
🔶 আমার সবথেকে পছন্দের এপিসোড হলো শেষ এপিসোডটা। ফুল এপিসোডটাই ছিল অসাধারণ। এতো সুন্দর সুন্দর ডায়লগ ছিলো,এ ছাড়া এতো সুন্দর এন্ডিং ছিল সেটা বলে বোঝানো যাবে না। খুব কম ড্রামারই এন্ডিং মনে গাঁথে, এই ড্রামার এন্ডিংটা আমার খুব পছন্দ হয়েছে। যত মর্ডান সি-ড্রামা দেখেছি তার মধ্যে এই ড্রামার এন্ডিং আামার অন্যতম পছন্দের তালিকায় থাকবে।
𝙊𝙨𝙩:
OST গুলো সুন্দর ছিল। ড্রামাটার একটি OST নায়ক-নায়িকা দুজনে নিজেই গেয়েছে।♥
যারা অনেক রোমান্স থাকা ড্রামা পছন্দ করেন তাদের ছাড়া সবাইকে বলবো ড্রামাটা দেখুন খুবই সুন্দর, রিফ্রেশিং, সুইট একটা ড্রামা। শেষ করছি এই ড্রামার একটি লাইন দিয়ে- 𝑖 𝑤𝑖𝑙𝑙 𝑜𝑛𝑙𝑦 𝑑𝑒𝑠𝑒𝑟𝑣𝑒 𝑡ℎ𝑒 𝑏𝑒𝑠𝑡 𝑜𝑓 𝑦𝑜𝑢 𝑤ℎ𝑒𝑛 𝑖 𝑏𝑒𝑐𝑜𝑚𝑒 𝑡ℎ𝑒 𝑏𝑒𝑠𝑡 𝑜𝑓 𝑚𝑦𝑠𝑒𝑙𝑓.♥


রিভিউটি লিখেছেনঃ Nusrat Jahan Nisha

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.