Header Ads

The Farewell | দ্যা ফেয়ার ওয়েল মুভি রিভিউ বাংলা | Bangla Review | Shuzhen Zhao | Awkwafina | X Mayo

 


*নো স্পয়লার*
🎬Movie : The Farewell
সত্য ঘটনার অবলম্বনে তৈরি এই মুভিটি। ডিরেক্টরের জিবনে ঘটে যাওয়া ঘটানাটি তিনি লিখেছেন এবং অনেক সুন্দর একটি মুভি তৈরী করেছেন।
♦Director: Lulu Wang
♦Cast : Awkwafina, Tzi Ma, Zhao Shu-zhen
♦Genres: Comedy, Drama, Life
♦Country: China
দাদা-দাদি, নানা-নানি আামাদের অনেক প্রিয় মানুষ হয়ে থাকে। তারা হয় আমাদের গল্প করার সাথী, তাদের সাথে আমরা অনেক দুষ্টমি করি, কেউ কেউ মনের কথা গুলো শেয়ার করতে পারি। আমাদের মাঝে অনেকেই রয়েছে যাদের লালন পালনে অনেক বড় ভূমিকা থাকে এই বৃদ্ধ মানুষগুলোর। যাদের জীবন থেকে এই মানুষ গুলো চলে গিয়েছে তারাই বুঝতে পারি যে আমরা কি হরিয়েছি,তাদের আমরা কতটা মিস করি।
সেই মানুষ গুলো চলে যাওয়ার আগে হয়তো আমরা তাদের খেয়াল ঠিকমতো রাখি না। হতে পারে সেটা নিজেদের ব্যস্ততার কারণে কিংবা জীবনে ভালোভাবে বাঁচার তাগিদে দূরে থাকার কারণে। এই মুভিটি আমাদের সেই প্রিয় মানুষকে ঘিরে।
♦IMDb Rating : 7.6/10 (46k v)
♦Rotten Tomatoes: 98%
♦ Available on: YouTube (eng sub)
প্লট :
Billi নামের এক চাইনিজ মেয়ে ছোটবেলা থেকেই তার পরিবার সহ আমেরিকাতে থাকে। তার চাচার ফ্যামেলি থাকে জাপানে। তাই অনেক বছর ধরেই তার দাদি একলা জীবন-যাপন করছে চায়নাতে। একসময় খবর আসে মেয়েটির দাদি আর বেশি দিন বাঁচবে না, তার ক্যান্সার হয়েছে।
সবাই ঠিক করে ওনাকে জানানো হবে না যে ওনার ক্যান্সার হয়েছে। তো এখন দুই ফ্যামেলি হুমড়ি খেয়ে এসে পরে চায়নাতে,চাচাতো ভাইয়ের বিয়ে দিবে এই কথা বলে।
♦Release Date: July 12, 2019
♦Duration: 1hr. 40min.
♦Box office : 22.5m USD
♦Award : 18
♦Nomination: 55
মুভিটিতে যেমন কমিডি রয়েছে তেমনি কিছুটা ইমোশন রয়েছে। মুভিতে কিছু ক্যারেক্টারের কান্ড দেখে যেমন হাসি পাবে আবার রাগও উঠবে। মুভিটির ফানি,কিউট,ইমোশন এর মাঝে ডিপ মিনিং রয়েছে। যেটা ডিরেক্টর খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে।
সবার অভিনয় ভালো ছিল। মনে হয়েছে তারা সত্যি সত্যি ফ্যামেলি,মনে হবে আপনি কোনো মুভি দেখছেন না, দেখছেন একটা ফ্যামিলির কয়েকদিনের কর্মকান্ড। তারা অভিনয় করছে না,সবকিছু যেন সত্যিই ঘটছে।
মুভিটি আসলেই খুব সুন্দর এবং মিনিংফুল। মুভি লাভার হলে অবশ্যই দেখবেন।


রিভিউটি লিখেছেনঃ Nusrat Jahan Nisha

 

মুভি ট্রেইলারঃ

 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.