Header Ads

The Pianist Full Movie Review Bangla | দ্যা পিয়ানিশট ফুল মুভি রিভিউ | Adrien Brody | Thomas Kretschmann | Frank Finlay

Movie: The Pianist (2002)
Genre: Biographical war drama.
Languages: English, German.
**NO SPOILER**
The Pianist (2002) দেখার পর এটি নিয়ে কিছু না লিখে পারলাম না। এতো সুন্দর মুভি আমার জীবনে খুব একটা দেখিনি। দেখতে বসে স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটি মুভি— পুরোটা সময় স্ক্রিন থেকে চোখ সরাতে পারছিলাম না। কখনও আবার চোখের পানি আটকে রাখা হয়ে পড়েছিল কষ্টকর। আগে এই মুভিটার সুনাম শুনেই দেখতে বসেছিলাম। তারপর মনে হলো দেখাটা সার্থক হয়েছে!🙂
২০০২ সালে মুক্তি পাওয়া এটি একটি অস্কারজয়ী সিনেমা এবং সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। মোট তিনটি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার লাভ করে। IMDb রেটিং ৮.৫/১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে ইহুদিদের ওপর জার্মান নাৎসি বাহিনীর চালানো নির্বিচার নির্মম হত্যাকাণ্ড, পাশবিক নির্যাতন ও ধ্বংসযজ্ঞ অত্যন্ত মর্মস্পর্শীভাবে ফুটিয়ে তোলা হয় এই মুভিতে।
পোল্যান্ডের Warsaw শহরে বসবাসরত এক বিখ্যাত ইহুদি পিয়ানোবাদকের যুদ্ধবিধ্বস্ত জীবনের করুণ গল্প উঠে এসেছে, যেটা ছিল আসলে সত্যিকারের ঘটনা। পৃথিবীতে ভালোবাসার যেমন একটি হৃদয়গ্রাহী রূপ আছে, তেমনি ঘৃণার আছে ভয়ানক বীভৎস কুৎসিত রূপ। মানুষের প্রতি মানুষের ঘৃণা, বিদ্বেষ ও যুদ্ধ কীভাবে মানুষকে চরম অসহায়তা ও নিবিড় অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে তার জ্বলন্ত ও বাস্তব উদাহরণ পাওয়া যাবে এই পিয়ানোবাদকের জীবনের গল্পের পরতে পরতে। জাতিগত বিদ্বেষের ঘূর্ণিঝড়ে তিনি যখন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবং সর্বস্বান্ত হয়ে স্রেফ প্রাণ বাঁচানোর তাগিদে হন্যে হয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তখন যেসব হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হন সেগুলো দর্শকদের মনে কাঁপন ধরিয়ে দেবে।
এই মুভির প্রধান চরিত্রে অর্থাৎ, পিয়ানোবাদক-এর চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন Adrien Brody। অভিনয় দেখে তখনই মনে মনে বলেছিলাম তার তো অস্কার জেতার কথা। পরে ইন্টারনেট ঘেঁটে দেখলাম আসলেই তিনি অস্কার জিতেছেন! মুভির পরিচালক Roman Polanski তিনিও অস্কার জিতেছেন।
পরিশেষে বলবো, The Pianist (2002) একটি মাস্টারপিস ও সর্বকালের অন্যতম সেরা মুভি। জীবনে একবার হলেও যেসব মুভি আপনার দেখা উচিত তার মধ্যে The Pianist একটি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যদি এরকম একটি বিশ্বমানের মুভি দেখতে পারতাম তাহলে ভালো লাগতো।😊
[বিশেষ দ্রষ্টব্য: মুভির ভাষা বিদেশি। সুতরাং বিদেশি ভাষা ঠিকমতো না বুঝলে বাংলা সাবটাইটেল দিয়ে দেখতে পারেন। যেহেতু এটি ড্রামা মুভি তাই ভাষা বুঝতে পারলে দেখে মজা পাবেন।] 
 
রিভিউটি লিখেছেনঃ Md. Moshiur Rahman


 মুভি ট্রেইলারঃ 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.