Header Ads

War Horse | ওয়ার হর্স | Full Bangla Review | Jeremy Irvine | Emily Watson | David Thewlis

 

War Horse 2011
Genre: War/Drama
IMDb Rating: 7.2/10
Google Rating: 94%
Personal Rating: 9/10.
Director: Steven Spielberg
No Spoiler
মিষ্ট্রি থ্রিলার মুভি বাদেও আরো কিছু Genre আছে যা আমাকে খুব টানে যেমনWar/Drama, Crime/Mafia/Drama, Drama/Legal drama or Courtroom/Drama ইত্যাদি. War Horse War/Drama রিলেটেড। মুভিটি ব্রিটিস লেখক Michael Morpurgo এর ১৯৮২ সালে লেখা War Novel ‘War Horse” এর উপর বেজ করে বানানো। একটা গল্পকে এমন সুন্দর করে তুলে ধরা যায় তা Steven Spielberg দেখিয়েছেন। এইবার গল্পে আসি।
১৯১২ সালের শুরুর দিকে প্রথম বিশ্বযুদ্ধ শূরু হবে হবে এমন সময়কার ইংল্যান্ড এর একটি ছোট শহরের কথা। Ted Narracott নামের এই ব্রিটিস ভদ্রলোক বাজারে আসেন হাল চাষের জন্য একটি ঘোড়া কিনতে। কিন্তু কিনে নিয়ে যান একটি সাধারন জংলী ঘোড়া তাও ঘোড়ার দামের ৩ গুন দামে। Rose Narracott টেডের বৌ ঘোড়াটিকে ফেরত দিয়ে আসতে বলে কিন্তু Albert Narracott টেড এর ছেলে ঘোড়াটিকে অনেক পছন্দ করে। সে বলে এই জংলী ঘোড়া কে দিয়েই সে চাষাবাদ করাবে আর যে ফসল হবে তা দিয়ে সে Landlord খাজনা দিবে। Albert Narracott ঘোড়াটির নাম দেয় জোয়ী (Joye)। Albert Narracott ঘোড়াটিকে ট্রেইন করা শূরু করে এবং আসতে আসতে জোয়ী তার বন্ধু হয়ে উঠতে শুরু করে। খুবই অদ্ভত হলেও এই জংলী ঘোড়াকে দিয়ে Albert হাল চাষ করায় ফসল ফলায়। কিন্তু ভাগ্যের পরিহাসে ঝড়ে তাদের সব ফসল নষ্ট হয়ে যায়। এইদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। Albert এর বাবা ঘোড়াটিকে ব্রিটিস সন্যদের কাছে বিক্রি করে দেয় Landlord এর ধার শোধ করার জন্য। ব্যাস মুভির আসল ঘটনা শুরু হয় এখান থেকে। আর কিছু বলব না।
২ ঘন্টা ২৬ মিনিটের একটা মুভি কখনও আপনের চোখে পানি নিয়ে আসবে কখনো মনে হবে Animals are far better off than human being. মুভিটিতে অনেক ছোট ছোট স্টোরি আছে। ঘোড়াটি কখনো ব্রিটিস সোলজারদের হাতে কখনো জার্মান সোলজারদের হাতে পরে ঘুরতে থাকে। মুভিটি প্রথম বিশ্বযুদ্ধের উপর নির্মিত। কিন্তু মুভিটিতে কোন দেশকে বড় বা ছোট করে দেখানো হয় নাই। কেউ খারাপ কেউ ভাল তা না। যুদ্ধ প্রত্যেকের নিজস্ব প্রাস্পেক্টটিভ থেকে দেখানো হইছে।আরা War/Drama দেখতে ভালবাসেন তাদের বলব মুভিটা অব্যশই দেখবেন। আর আরা War/Dramaদেখেন না তাদেরও বলব মুভিটা দেখেন। অনেক ভাল লাগবে।
 
রিভিউটি লিখেছেনঃ  Suvro Kumar Kundu
 
 
মুভি ট্রেইলারঃ 

 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.