Header Ads

The Reader | দ্যা রিডার ফুল মুভি রিভিউ বাংলা | Movie Review Bangla | Kate Winslet | Ralph Fiennes | Bruno Ganz


 

ভালোবাসা কত রকমেরই না হয়!!!🥺🥺🥺🥺🥺
Movie: The Reader.
Genre: Romance/Drama.
Director: Stephen Daldry.
Cast: Kate Winslet, Ralph Fiennes, David Kross, Lena Olin, Bruno Ganz.
Adapted From: The Reader.
Box Office: $108.9 Million.
Distributed By: The Weinstein Company, Wild Bunch.
Release Date: December 12, 2008.
Country: U.S.A.
Industry: Hollywood.
Language: English.
Duration: 2h 3m 58s.
Alert: 18+++++🔞🔞🔞🔞🔞.
Subtitles: Arabic, Bengali, English & More Languages.
IMDB Rating: 7.6/10.
টাইটানিক এর ঐ 'বিশেষ' দৃশ্যের কল্যাণে কেট উইন্সলেটের প্রতি আমার বয়সী ছেলেদের দুর্বলতা কাজ করাটা খুবই স্বাভাবিক। আজ কি মনে করে 'দি রিডার' মুভিটি দেখতে বসায় পুরানো স্মৃতি আবার জাগ্রত হলো। ২০০৮ সালের এই মুভিটা 'R' রেটেড মুভি। মুভির প্রথমাংশে কেট উইন্সলেটের ১৮+ দৃশ্য থাকলেও তা কাহিনীর বিচারে খুবই গৌণ। কাহিনীর গভীরতা ভয়ংকর ধরনের। শেষ অংশটা দেখে উঠার সময় বুকের ভিতর মনে হবে 'সামথিং ইজ মিসিং'।
ভূমিকা - 'দি রিডার' মুভিটির কাহিনী এডাপ্ট করা হয়েছে ১৯৯৫ সালে প্রকাশিত একই নামের বই 'দি রিডার' হতে। এটিই এখন পর্যন্ত একমাত্র জার্মান উপন্যাস যেটি 'নিউ-ইয়র্ক টাইমস'র বেস্ট সেলার লিস্টের টপ পজিশনে ছিল। উপন্যাসটির লেখক জার্মান আইনের অধ্যাপক এবং বিচারক বেনহার্ড শলিঙ্ক। জার্মানিতে বইটি পাঁচ লাখ কপির চেয়ে বেশি কপি বিক্রি হয়। ১৯৯৭ তে ইংলিশে তা অনুবাদিত হয়। বিখ্যাত টিভি উপস্থাপক অপরা উইনফ্রে একদিন তার বুকস ক্লাবে বইটি নিয়ে আসেন। ব্যস বইটি বেষ্ট সেলার, ৭ লাখ কপি 'ইউ এস এ' তে এবং 'ইউ কে' তে ২ লাখ কপি বিক্রি হয়। এ পর্যন্ত বইটি ৩৭টি ভাষায় অনূদিত হয়েছে এবং পেয়েছে বিভিন্ন পুরস্কার।
⚠️⚠️⚠️স্পয়লার এলার্ট⚠️⚠️⚠️
কাহিনী সংক্ষেপে: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে মুভিটা নির্মিত হয়েছে। ১৫ বছরের এক স্কুল বালক মাইকেল বার্গ ঘটনাক্রমে দেখা পায় 'হানা স্মিটজ' নামক একজন ৩৮ বছরের মধ্যবয়সী রমণীর। পেশায় ট্রাম কন্ডাক্টার, ঘটনা পরস্পরায় মাইকেল তার প্রেমে পড়ে। এই প্রেম শারীরিক। তবে কবে যে এই প্রেম তাদের দুজনকেই মানসিকভাবে গ্রাস করে ফেলেছে তা তারা নিজেরাও জানেন না।
হানা বই ভালোবাসে, তবে পড়তে নয়, পড়াতে। শারিরীক প্রেমের পরে বা আগে মাইকেলের প্রধান কাজ ছিল হানাকে বই পড়ে শুনানো। "টিনটিন", "দি ওডেসি", "দি লেডি উইথ দি লিটল ডগ" এর মতো বিখ্যাত বইগুলো আবৃত্তি করতো সে। হানা হাসি কান্নার অনূভূতিতে জর্জরিত হতো। একদিন হানা সব অনুভূতিগুলো বিসর্জন দিয়ে কোথায় যেন হারিয়ে গেলো। ৮টি বছর পার হয়ে গেলো। আইনের ছাত্র মাইকেল হানাকে হঠাৎ কোর্ট রুমে দেখতে পায়। তার বিরুদ্ধে ৩০০ ইহুদি নারী হত্যার অভিযোগ। নাৎসী ক্যাম্পে সে একজন গার্ড হিসেবে কর্মরত ছিল। সে সহ আরো কয়েকজন গার্ডের বিচার চলছে। হানা প্যাঁচ বুঝে না। তার দৃষ্টিতে বয়স্কদের বাছাই করে তাদের জায়গায় নতুন তরুণীদের জায়গা দেওয়া দোষের মাঝে পড়ে না। তার বাছাই করা বয়স্কদের সাথে কি হয় তা তার বিবেচনার বিষয় না এমনকি সে জানেও না তাদের সাথে কি হয়েছে। সে কেবল গার্ড হিসেবে তার দায়িত্ব পালন করেছে। তার বিরুদ্ধে সাক্ষী দাতাদের একজন জানালো, অল্পবয়স্ক মেয়েদের সে বেছে নিতো বই পড়ে শুনানোর জন্য। হানা তাদের যত্ন নিতো। আর প্রয়োজন শেষ হয়ে গেলে তাদের পাঠিয়ে দিয়ে নতুন কাউকে নিয়ে আসতো। আদালত তার এই কর্মকান্ডটি স্বাভাবিকভাবে নেয়নি। আরোপিত অভিযোগে তার বিরুদ্ধে সহকর্মী গার্ডরাও সাক্ষ্য দেয়। এই ব্যাপারে একটি লিখিত নোট পাওয়া যায়। যা হানার লেখা বলে দাবী করা হয়। আদালত হাতের লেখাটি মিলিয়ে দেখার জন্য তাকে লিখতে বলা হলে হানা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। বহুবছর পর মাইকেল ব্যাপারটা হঠাৎই ধরতে পারে। একটি সত্য হানা সবার থেকে লুকিয়েছ। হানা হলো অক্ষর জ্ঞানহীন। যা হানার জন্য খুবই লজ্জাজনক। এই লজ্জা প্রকাশ পাওয়ার চেয়ে সে জেলে যাওয়া অধিক শ্রেয় মনে করে। লিখিত নোটটি তার নিজের লেখা বলে স্বীকার করে নিলো। বিচারে হানার যাবজ্জীবন জেল হয়। বহুবছর পর মাইকেল একজন প্রতিষ্ঠিত আইনজীবী। ঘটনাক্রমে পুরানো বইগুলো আবার তার হাতে আসে। ১৫ বছর বয়সে সে হানাকে যে বইগুলো পড়ে শুনিয়েছিল তা পুনরায় রেকর্ড করে, জেলে বয়োবৃদ্ধ হানাকে পাঠাতে শুরু করলো। তাদের মাঝে নতুন করে এক মিথস্ক্রিয়া গড়ে উঠলো..........
শেষাংশটা আর বললাম না। তবে এতটুকু বলতে পারি যে মুভিটি দেখা শেষ হবার পর কিছু একটা নেই বলে আপনার মনে হবে। সমালোচনা- মুভিটি আর তার বইটির যথেষ্ট সমালোচনা রয়েছে। এখানে ইতিহাসকে খুব সরল দৃষ্টিতে দেখানো হয়েছে। সাধারণ শিক্ষিতদের কাছে হানার ঘটনাটিকে নির্দোষভাবে তুলে ধরে হানার প্রতি সহানুভূতি আদায় করা হয়েছে। বিশেষ করে ব্রিট্রিশরা এই মুভি ও বইয়ের কঠোর সমালোচক।
সর্বশেষ- আইএমডিবি'তে ৭.৬ পাওয়া এই মুভিটিতে অভিনয় করেছেন কেট উইন্সলেট, রালফ ফিয়েন্স, জেনেট হেইন, ডেভিড ক্রস। ড্রামা এন্ড রোমান্টিক জনরার এই মুভিটির পরিচালক স্টিফেন ডালড্রে। মুভিটি মোট পাঁচটি ক্যাটেগরিতে অস্কার নমিনেশন পায়। মুভিটি অস্কার পায়, অস্কার পান বেস্ট এ্যাকট্রেস হিসেবে কেট উইন্সলেটও। মুভিটি অস্কার ছাড়াও সাতটি পুরস্কার এবং অন্য আরো বিশটি নমিনেশন পায়।
শেষ মন্তব্য- এই মুভি দেখেননি তো কি দেখলেন!!!☺️
যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন এই মুভিটি। যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, মুভিটিতে মারাত্মক এডাল্ট সিন রয়েছে তাই ভুল করেও এই মুভিটা ফ্যামিলি নিয়ে দেখতে বসবেন না নয়তো ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বেনা।😁😁😁😁😁
ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো!!!🙏🙏🙏🙏🙏
Happy Watching

 

রিভিউটি লিখেছেনঃ  Nasim Mahmud Nirob

 

মুভি ট্রেইলারঃ


 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.